তাঁর বিপন্ন বিস্মিত চোখ
তাঁর স্মিত দ্বিধাগ্রস্ত ঠোঁট
তাঁর নিপাট বসন
তাঁর নীরব অনিমেষ ঘোর লাগা সন্ধ্যের নিভৃত প্রেম
তাঁর জলাঙ্গীর ঢেউয়ে জাগা পূর্ণতা
তাঁর হাজার বছর কাল পরিক্রমার নেশা
তাঁর সমস্ত জন্মের বিহঙ্গী হৃদয়
তাঁর নারী ও বনের প্রতি মুগ্ধতা
যখন বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পরে
ক্রম প্রসারমান মহাবিশ্বের মত
সমস্ত কবিতায়
সমস্ত সত্তায়
সমস্ত বেঁচে থাকায়
এই মর্ত্যের আর কোন কিছু দেয়নিকো এমন শান্তি
এমন নিবিড়-গভীর-কালোত্তীর্ণ প্রেম
এমন অদ্ভুত স্বস্তি।
ফেসবুকের মাধ্যমে মন্তব্য করুন: