প্রিয় ঐ মুখ
দেখে হয় সুখ
হাসি হাসি চোখ
ঘুম-ঘুম হোক
আবেশ-আবেশ
গুনগুন রেশ
আঙ্গুলে আঙ্গুল
নয় কোন ভুল!
পথের সে বাঁক
দরজার ফাঁক
সব মিশে যায়
চোখের কোণায়
আঁধার ঘনিয়ে
হৃদয় জুড়িয়ে
মেঘ নামুক
গান আনুক
অঝোর ধারায়
অসীম মায়ায়
বৃষ্টির শিলা
হয়ে একেলা
পড়ে পড়ে গলি
চোখ মুদে বলি
একটু থাকো
একটু থেকো।।
ফেসবুকের মাধ্যমে মন্তব্য করুন: