
এই আঁধারীর কোন শেষ নেই
মহাবিশ্বের শুরু সে
সে ছাড়া কোন প্রাণ নেই
প্রাণ ছাড়া গান
গান ছাড়া প্রেম
প্রেম ছাড়া কোথাও তুমি
নেই…
এই আঁধিয়ার ছাড়া কোন রাত নেই
রাত ছাড়া দহন
দহন ছাড়া গভীর বেদনা
বেদনা ছাড়া সৃষ্টি
সৃষ্টি ছাড়া কোন সুখ
নেই…
প্রথম প্রকাশঃ ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৭
ফেসবুকের মাধ্যমে মন্তব্য করুন: