এমন শ্রাবণ ঘন মেঘ নাম ধরে ডাকি
সারা দেবেনা সারা দেবে না জানি
যদিও কাছে তবুও কাছে নয়
যেমন পৃথিবীর সব মৃত্যু সত্য নয়;
শৈশব ও কৈশরের নায়কেরা
যারা হয়েছে পৌঢ় আজ
তাদের মত সেও নেমেছে পথে
যৌবনের কাছে পরাজিত এক নাম;
সারা দেবেনা সারা দেবেনা জানি
নক্ষত্রেরও পতন হয় মানি।
ফেসবুকের মাধ্যমে মন্তব্য করুন: