ভাই তুমি ভুল দেখনি
ওরা গরু ছাগল না
বা আফ্রিকার জংগলের মাইগ্রেটেডেচ্ছুক হরিণ গণ্ডার না,
ওরা মানুষ;
বন্দুক দিয়ে পাখি শিকারে যে উত্তেজনা
রাষ্ট্রীয় পলিসির বারুদ ভরা বন্দুকে
শরণার্থী শিকারে হয়তো তার চেয়ে কয়েকগুণ বেশি উত্তেজনা আর শিহরণ,
তবুতো ওরা মানুষ
কাটা তারের ফাঁদে পড়া
জন্ম চক্রে দুর্ভাগা
লড়াই করেও পালিয়ে বাচা
উদভ্রান্ত-দিকভ্রান্ত সব মানুষ।
ভাই তুমি ভুল দেখনি
স্রোতের তোড়ে হারিয়ে যাওয়া
যে ফ্রক পরা শিশুটি ভেসে উঠলো
জলের ওপর শিল্পের মত,
সে ও কোন গল্প নাটকের প্লট নয়
আমাদের ক্রিকেট-ভাত-ঘুমের মতই বাস্তব সত্য।
ভাই তুমি ভুল দেখনি,
প্রচণ্ড বিরক্ত, ক্ষুব্ধ, দ্রোহের আগুন ভরা
মগজে
ক্যামেরায় শিল্প হয়ে ওঠা মোমের মত গলন রত শিশুটিকে দেখতে দেখতে একদিন হয়তো
থ্রিডি আ্যনমেশনের মত অনুভব করবে
তুমিও ঠিক এমনই একজন,
মানুষ।
ফেসবুকের মাধ্যমে মন্তব্য করুন: