একদিন আমিও ছিলাম শঙ্খচিল ডানার কোন পরিযায়ী
ছড়ানো ডানায় ভর করে রাণীর মত নেমে যেতাম
ঘাস মাখা এ দিগন্তে,
একদিন এখানে স্বপ্ন মাখা আলতো রোদে মাখামাখি হতাম
ডানাঝরা জলে মেঘের ছায়ারা এসে মিশে যেতো।
একদিন আমিও শিশির হতে শিখেছিলাম
দিগন্ত মেশা কুয়াশায় হারিয়ে যেতে কোন বাধা ছিলনা,
আধো ছায়ায় সে প্রিয়তম মুখ
ঘাসফুলে ছেয়ে আছে গতজন্মের স্মৃতিতে…
ফেসবুকের মাধ্যমে মন্তব্য করুন: