যেকোন বিষয়ে সফলতার প্রথম ও শেষ শর্ত হল সমন্বয় সাধন। এটাই সফলতা সম্পর্কে চরম উপলব্ধি। চেতন ভগত আমার প্রিয় একজন লেখক। চিন্তাটা তার কাছে ধার করা হলেও উপলব্ধিটা আমার স্বকীয়। আমরা বেশিরভাগ সাধারণ মানুষ সমন্বয় বুঝি না বলেই জীবনে এত সংঘর্ষ। সমন্বয় বুঝিনা বলেই আধুনিক হতে গিয়ে হয়ে যাই পশ্চিমা, ধার্মিক হতে গিয়ে হয়ে যাই মৌলবাদী, প্রগতিশীল হতে গিয়ে হয়ে যাই লাগামহীন বিভ্রান্ত ও ছন্নছাড়া নানা জাতের বাইচাপা বাউণ্ডুলে, স্বার্থ সচেতন হতে গিয়ে হয়ে পড়ি স্বার্থপর ও অমানবিক। দেশ ও সমাজের সকল ক্ষেত্রেই চলছে এখন তুমুল হারে সমন্বয়হীনতা। সমন্বয় করতে পারাটা নিজের ও সমাজ জীবনে চরম কঠিন একটি কাজ। বাবুই পাখির মত বেশ শিল্পী আর সূক্ষ হতে হয় মননে ও মস্তিস্কে। ভোঁতা মাথায় আর যাই হোক সমন্বয় হয় না। যাহোক, এই বিদ্যা অর্জন করা আমার মত ক্ষুদ্রের অল্প সময়ের কাজ না…
ফেসবুকের মাধ্যমে মন্তব্য করুন: