এইসব নিস্তব্ধ নির্জন বিকেল
নিরাময় করে দিতে পারে সব যান্ত্রিক অসুখ
এই পিপড়েদের গাছ বেয়ে সুশৃংখল ওঠা নামা,
এই পাতার নিচে নরম রোদের ছায়া
আর শিশুর নবীন শিরার মত সবুজ আভা,
এই কিশোরীর প্রেমের মত উতল হাওয়ায় ওড়া পাতার আওয়াজ,
এই সারি সারি দোদুল্যমান নারিকেল-সুপারী-মেহগনী-জামরুল গাছেদের ছায়া,
এই শানের শীতল আসনে চিতপাত শুয়ে নীল আকাশে মেঘেদের যাওয়া-আসা দেখা,
এই সব পাড়া-গায়ের রান্নাঘর থেকে ধেয়ে আসা ধোয়া ও গন্ধ
নিরাময় করে দিতে পারে সব
পারা-না পারার গ্লানী,
অন্ধের মত দৌড়ে বেড়ানো দিক-বিদিক উদ্দেশ্যহীন,
প্রিয়জন থেকে দুরে থাকার দাগ
কিংবা যুদ্ধ ক্ষেত্র থেকে পালানোর খেদ।
এইসব হাওয়ার গান
প্রকৃতি,প্রাণ
ঈশ্বরের মত সারিয়ে দিতে পারে সব,
সব।
ফেসবুকের মাধ্যমে মন্তব্য করুন: