নিখিলেশ,
আমি ভালই বেঁচে বর্তে আছি,
তোর কথা আর ইদানিং মনে হয়না,
তবে মনে পড়লে
সব কাজ পন্ড করে কিছুক্ষণ জীবনানন্দ পড়ে নেই ।
নিখিলেশ, আমি হয়তো ভালই আছি রে
এই মৃত্যু নগরে কোনরকমে শেটে গেছি
তোর আসার বোধহয় দরকার নেই এখনই
ফেসবুকের মাধ্যমে মন্তব্য করুন: