কমিউনিজম, তুমি যেন সেই ইহুদি কন্যা
যার জন্য বয়ে গেল রক্তের বন্যা
প্রশান্ত মহাসাগরসম প্রথম প্রেম
প্রত্যাখ্যানজনিত ঘৃণার যন্ত্রণায়
গণতন্ত্র হয়ে গেল এক দুর্দান্ত প্রতিভাবান খুনি হিটলার,
আর আমি জনগণ
নলখাগড়ার দল
গনতন্ত্রের প্রেম আর চির বিরহে পড়ে আছি খাঁটি দেবদাস হয়ে।
ফেসবুকের মাধ্যমে মন্তব্য করুন: