গত ৫ই অক্টোবর ফেজবুকে একটি ঝড় হয়েছিল। ফেজবুকই জানায় ৫কোটি গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে “ভিউ অ্যাজ” অপশনের ত্রুটির কারণে। হ্যাক হওয়া অ্যাকাউন্টের মধ্যে ১ কোটি ৪০ লাখ অ্যাকাউন্ট থেকে নাম ও ফোন নম্বর ছাড়াও আরো বেশি কিছু তথ্য হ্যাকাররা নিয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে হোমটাউন, জন্মদিন, চেক ইন করা শেষ ১০টি জায়গা এবং ১৫টি সর্বশেষ সার্চের তথ্যও বেহাত হয়েছে । এবং আরও মজার ব্যাপার এই ৫ কোটির মধ্যে আপনি আছেন কিনা সেটা জানার জন্য তারা আপনাকে সহায়তা করবে। কোন আইডি হ্যাক হয়ে থাকলে তারা Notification পাঠাবে। তারা এই ভিউ অ্যাজ এর ত্রুটি যথাসম্ভব দ্রুত ঠিক করে ফেলবে বলে ক্ষমা চেয়ে বসে আছে আগে ভাগেই।
এনিওয়ে ফেজবুকের এমন আচরণের ফলে ব্যাবহারকারীর ক্ষোভ অনেকাংশেই প্রশমিত হয়েছে। এবং তারা বস্তুত কোন ব্যাবহারকারীই হারায়নি, অথচ এ ধরনের ত্রুটির ফলে নুণ্যতম ৩০ কোটি ব্যাবহারকারী হারানোর কথা ফেজবুকের। এটাও ফেজবুকের এক ধরণের “Mind Game”
পরবর্তীতে হ্যাক থেকে বাঁচার জন্য যে পদক্ষেপগুলো এখনই নিয়ে রাখতে পারেন তা হলঃ
-Account Settings অপশনে গেলে Name, Password, Linked Accounts অপশন আসবে। তারপর Change অপশনে ক্লিক করলে Yes বাটন আসবে। Yes বাটন প্রেস করবেন।
-এর পর আপনাকে ফেসবুক থেকে লগ আউট করে আবার লগ ইন করতে বলবে। লগ ইন করার পরে দেখাবে Register This Computer অপশন। তখন এই অপশনে ক্লিক করার সময় আপনাকে একটি পিন কোড/পাসওয়ার্ড দিতে বলবে। এমন একটি পাসওয়ার্ড দেবেন যা আপনার সবসময় মনে থাকবে।
এর পর জানতে চাওয়া হবে অন্য কোন ডিভাইস থেকে লগ ইন করা হলে আপনি নোটিফিকেশন চান কিনা। তখন Yes বাটন চাপবেন।
এরপর যদি আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়, আপনি জানতে পারবেন সঙ্গে সঙ্গে।
এছাড়া আইডিকে নিরাপদ রাখার জন্য কয়েকটি Prerequisite এর কথা বলবো পর্যায়ক্রমেঃ
-অ্যাকাউন্ট সেটিংস এ যাবেন। Security and Login -এ ক্লিক করুন। সেখানে Two factor Authentication এ Edit বাটন চেপে আরও সুরক্ষীত করতে পারেন আপনার আইডি। এরপরে Add Extra Security With Two-Factor Authentication এর Get Started চাপুন।
-এর পর দুটো অপশন আসবে। একটিতে ফোন নাম্বার দিয়ে আপনি সুরক্ষীত করতে পারেন। এটা ছাড়া আরেকটির মাধ্যমে করতে চাইলে authentication app সিলেক্ট করতে হবে। সেটি সিলেক্ট করলে আপনাকে ফেসবুক একটি লম্বা কোড দেবে এবং সেই কোডটি আপনাকে পরবর্তীতে ব্যাবহার করতে হবে।
-এছাড়াও যদি বিন্দুমাত্র সন্দেহ হয়ে থাকে যে আপনার আইডি হ্যাক হয়েছে, জানান ফেসবুক কর্তৃপক্ষের এই লিংকেঃ https://www.facebook.com/hacked