ভাইরে ভাই, আর্জেন্টিনা নাকি এবার বিশ্বকাপেই খেলতে পারবেনা। কিছু হইলো এইটা? নিজের জন্মে আর্জেন্টিনার এত দুরবস্থা দেখি নাই। রাত জাইগা খেলা দেখি না বইলা কেউ আবার ভাইবেন না ফুটবল দুনিয়ার খোজ লই না। কিংবদন্তি, দুনিয়ার বাইরের প্রতিভা হেন তেন যদি দেশের কাজেই না লাগে তাইলে আর লাভ কী তাগো খেলা দেইখা। ভাইরে ভাই, খেলোয়াড় তো না যেন হলিউডের নায়ক। ক্লাবে খেইলা এত টাকা কামাইতাছে যে সেই টাকা টয়লেটে টিস্যু হিসেবে ব্যাবহার করা সম্ভব। কিন্ত দেশের কাজে না লাগলে আর কী করা! খেলার দোকান বন্ধ করাই ভালো না?
আমার বন্ধু তালিকায় দেখলাম কালকের হার নিয়ে অনেকেই মজা করছেন। প্লিজ আর ট্রল কইরেন না। আর্জেন্টিনায় যাইয়া দেখেন, লোকজন কানতাছে। বিষয়টা যতটা হালকা ভাবছেন, আসলে হয়তো অতটা নয়।
ফেসবুকের মাধ্যমে মন্তব্য করুন: