সারা শহরে কোটি কোটি মানুষের ভীড়
তবু দু’জোড়া চোখ, দুটি হাত
পারেনা এক হতে,
সভ্যতার কী অদ্ভূত ব্যর্থতা!
এর চেয়ে ভাল কাগজ কুড়ানো পথে পথে।
হে অক্ষম ঠোঁট আর বাহু,
তোমার স্বেচ্ছামরণই সম্মানজনক,
নয়তো কোন একদিন
কোন পার্থিব ভিখিরির বিছানায় হবে হয়তো তোমার আত্মাহুতি!
ফেসবুকের মাধ্যমে মন্তব্য করুন: