আজ তোমাকে ভাবলেই আমি কবিতা ভুলে যাই
তোমাকে দেখলেই শ্রাবণধারা হয়ে যায় জলোচ্ছাস
তোমাকে খুঁজলেই প্রেম আসে স্বার্থপর হয়ে
তোমার বুকে মুখ গুঁজলেই ভেসে ওঠে
জন্তুর ধর্ষক চোখ,
তুমি হয়ে যাও অপ্রাসঙ্গিক এক দীর্ঘশ্বাস।
প্রিয়তম স্বদেশ আমার
তুমি একবার উঠে দাঁড়াও আর!
একবার!!
ফেসবুকের মাধ্যমে মন্তব্য করুন: