সৌভাগ্য অনুভব করছি যে আজো বেঁচে আছি
সকালের নরম রোদ, দুপুরের উদাস আযান আর বিকেলের মিষ্টি বাতাস
আমি কৃতজ্ঞ।
কাবাব হবার রাস্তায় এখনো আমার পা পড়েনি,
তবে পড়বে না ভবিষ্যতে সে আশা দেবার সাহস নেই কারোর।
অতএব,
আমার প্রিয় শত্রুরা, অভিমানী বন্ধুরা, ভালবাসার মানুষেরা
আগামীতে আমাকে ঈশ্বরের দেয়া প্রতিটি সূর্যের সাথে
উপহার হিসেবে অন্তরে জমা রেখো
শুধু একটি শব্দ,
“ক্ষমা”!
ফেসবুকের মাধ্যমে মন্তব্য করুন: