তুমি যে লুকিয়ে ছিলে মনের কোণে এভাবে,
ভাবিনি;
এভাবে স্তব্ধ হয়ে যাবো,
ভাবিনি।
১০,০০০০ মাইল দূরে থেকেও
স্পর্শ পাবো জীবন্ত রক্তাক্ত,
ভাবিনি।
ছবির দেশের কবিতার দেশের গানের সুরে আচ্ছন্ন ছিলাম,
বুঝিনি
মোনালিসার ছবির কোণে আটকে ছিলাম কিভাবে,
বুঝিনি
একটি নিখাদ বাসন্তি সুগন্ধি মেখে
তোমার শিরা উপশিরায় বাতাসের
মত মিশে যাবার স্বপ্ন বিস্ফোরিত হবে এভাবে,
বুঝিনি…
ফ্রান্স, তোমাকে এত ভালবাসি,
বুঝিনি।
ফেসবুকের মাধ্যমে মন্তব্য করুন: