তুমি কি বাইশ কিংবা পঁচিশ?
কিংবা সাতাশ অথবা তিরিশ?
আমি তোমার রৌদ্র ঘামে
শুকনো পাতার দৃপ্ত দিনে
ইটের কুচির পিকেটিংয়ে
দিন বদলের স্লোগান নিয়ে
পথের ধুলো,
ডাকতে তোমায় এসেছিলাম
আমাকে কি চিনতে পারো?
আমি তোমার ঠোঁটের কাছে
তোমার হাতার রঙ্গিন ভাজে
বজ্র নামা গলার আঁচে
গনগনে মন সূর্য নাচে
মশাল মিছিল,
ডাকতে তোমায় এসেছিলাম
আমাকে কি চিনতে পারো?
ফেসবুকের মাধ্যমে মন্তব্য করুন: